অনু ও পরমাণু কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “অনু ও পরমাণু কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অনু ও পরমাণু কি?
অনুঃ
মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ঐ পদার্থের ধর্মাবলি অক্ষুন্ন রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে, তাকে ঐ পদার্থের অণু বলে।
উদাহরণঃ পানিকে বিভাজনের মাধ্যমে এমন ক্ষুদ্রতম পর্যায়ে আনা যায়, যার বেশি বিভাজিত হলে কণাটিতে পানির গুণাবলী বিনিষ্ট হয়। পানির স্বাভাবিক গুণাবলীসহ এই কণাটিই পানির একটি অণু। বিভিন্ন পদার্থের অণু বিভিন্ন রকম। একই পদার্থের সকল অণু একই প্রকার।
পরমাণুঃ
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু যার স্বাধীন কোন অস্তিত্ব নেই, তাকে ঐ মৌলের পরমাণু বলে।
উদাহরণঃ হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, কার্বন পরমাণু, নাইট্রোজেন পরমাণু ইত্যাদি। কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন। কার্বন একটি মৌলিক পদার্থ। এর ক্ষুদ্রতম অংশ হচ্ছে কার্বন পরমাণু।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অনু ও পরমাণু কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”