দ্বিতীয় অধ্যায় : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, নবম-দশম শ্রেণির অর্থনীতি: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “দ্বিতীয় অধ্যায় : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, নবম-দশম শ্রেণির অর্থনীতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
দ্বিতীয় অধ্যায় : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, নবম-দশম শ্রেণির অর্থনীতি
প্রশ্ন-১। বিনিয়োগ কাকে বলে?
উত্তরঃ সঞ্চিত অর্থ যখন উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে।
প্রশ্ন-২। দ্রব্য বলতে আমরা সাধারণত কোন ধরনের সম্পদকে বুঝি?
উত্তরঃ দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝি।
প্রশ্ন-৩। আয় ও ভোগ ব্যয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ আয় ও ভোগ ব্যয়ের মধ্যে পার্থক্য হলো সঞ্চয়।
প্রশ্ন-৪। উৎপত্তির দৃষ্টিকোণ থেকে সম্পদকে কতভাগে ভাগ করা হয়?
উত্তরঃ উৎপত্তির দৃষ্টিকোণ থেকে সম্পদকে তিন ভাগে ভাগ করা হয়।
প্রশ্ন-৫। সঞ্চয়ের সূত্র লেখ।
উত্তরঃ সঞ্চয়ের সূত্রটি হলোঃ S = Y - C [এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়]
প্রশ্ন-৭। ব্যক্তিগত সঞ্চয় কীসের ওপর নির্ভরশীল? ব্যাখ্যা করো।
উত্তরঃ ব্যক্তিগত সঞ্চয় বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল। এগুলো হলো- আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা, সুদের হার এবং বিনিয়োগ সুযোগ-সুবিধার ওপর। এছাড়া ব্যক্তি তার পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক নিরাপত্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা ইত্যাদি কারণে আয় কম হলেও কিছু কিছু সঞ্চয়ের চেষ্টা করে।
প্রশ্ন-৮। কৃষি সম্পদ সম্পর্কে ধারণা দাও।
উত্তরঃ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধ উর্বর কৃষিক্ষেত্র। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদ-নদী প্রভৃতি কৃষি উৎপাদনের সহায়ক।
এ দেশে প্রায় ৯০,৯৯০ বর্গকিলোমিটার একর চাষযোগ্য কৃষিজমি রয়েছে। আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, তৈলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। এ সবই আমাদের কৃষি সম্পদ।