ত্রিভুজ কাকে বলে? | ত্রিভুজ কত প্রকার ও কি কি?- বিস্তারিত

ত্রিভুজ কাকে বলে? কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ত্রিভুজ কাকে বলে? কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ত্রিভুজ কাকে বলে? | ত্রিভুজ কত প্রকার ও কি কি?

ত্রিভুজ কাকে বলে? 

তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে এবং রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। 

যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। দুইটি বাহু শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তা ত্রিভুজের একটি কোণ। ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ আছে। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার : সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু। আবার কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার : সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী। ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। 

সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ ৬০°, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের (১৮০°) সমান।

ত্রিভুজ কত প্রকার ও কি কি?

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথাঃ-
  1. সমবাহু
  2. সমদ্বিবাহু
  3. বিষমবাহু

সমবাহুঃ 

যে ত্রিভুজের তিনটি বাহুরই দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান ৬০° হয়।

সমদ্বিবাহুঃ 

যে ত্রিভুজের যে-কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ ৯০° হলে অপর সমান দুইটি বিপরীত কোণ ৪৫° করে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটি সমান হয়।

বিষমবাহুঃ 

যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণ-ই পরস্পরের সঙ্গে অসমান হয়।

আবার কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার। যথাঃ-
  1. সূক্ষ্মকোণী
  2. স্থূলকোণী
  3. সমকোণী

সূক্ষ্মকোণীঃ 

যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।

স্থূলকোণীঃ 

যে ত্রিভুজের যেকোন একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

সমকোণীঃ 

যে ত্রিভুজের যেকোন একটি কোণ ১ সমকোণ বা ৯০° তাকে সমকোণী ত্রিভুজ বলে।

আশা করি ত্রিভুজ কাকে বলে? কত প্রকার ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন