দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ, প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন ও উত্তর: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ, প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ, প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। পরিবেশ দূষণের উৎস কী?
উত্তরঃ যেসব কারণ পরিবেশের ক্ষতি করে সেগুলোই পরিবেশ দূষণের উৎস।
যেমন- বায়ুদূষণের উৎস শিল্পকারখানা, যানবাহন, ইটের ভাটা ইত্যাদি। পানি দূষণের উৎস রাসায়নিক সার, কীটনাশক, কলকারখানার বর্জ্য। আবার মাটি দূষণের উৎস পস্নাস্টিক, পলিথিন ইত্যাদি।
প্রশ্ন-২। মানুষের দ্বারা পরিবেশ ধ্বংসের দুটি উল্লেখযোগ্য কারণ লেখ।
উত্তরঃ মানুষের দ্বারা পরিবেশ ধ্বংসের দুটি উল্লেখযোগ্য কারণ হলো-
১.প্রয়োজনীয় খাদ্য উপাদান ও
২.প্রাকৃতিক সম্পদ আহরণ।
প্রশ্ন-৩। মাটি দূষণের দু’টি কারণ লিখ।
উত্তরঃ মাটি দূষণের দু’টি কারণ নিচে দেওয়া হলো-
১. মাটিতে বর্জ্য ও আবর্জনা অধিক পরিমাণে বেড়ে গেলে তা পচানোর ক্ষমতা থাকে না। এতে মাটি দূষিত হয়।
২. প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ মাটিতে কখনও মিশে না ও পচেও না। এগুলা মাটির উর্বরতা নষ্ট করে।
প্রশ্ন-৪। বায়ুদূষণের প্রধান কারণ কী?
উত্তরঃ বায়ুদূষণের প্রধান কারণ হলো যানবাহন ও কলকারখানার ধোঁয়া।
প্রশ্ন-৫। দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ।
উত্তরঃ দুটি জীবাশ্ম জ্বালানির নাম হলো- ১.প্রাকৃতিক গ্যাস ও ২.কয়লা।
প্রশ্ন-৬। বায়ুদূষণের ফলে মানুষ কী রোগে আক্রান্ত হচ্ছে?
উত্তরঃ বায়ুদূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
প্রশ্ন-৭। দু’টি পানিবাহিত রোগের নাম লিখ।
উত্তরঃ দু’টি পানিবাহিত রোগের নাম হলো- কলেরা ও ডায়রিয়া।
প্রশ্ন-৮। মাটি দূষণের দুটি কারণ লেখ।
উত্তরঃ মাটি দূষণের দুটি কারণ হলো-
১.কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক।
২.গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য।
প্রশ্ন-৯। বায়ুদূষণের তিনটি উৎসের নাম লিখ।
উত্তরঃ বায়ুদূষণের তিনটি উৎস হলো- যানবাহন, কলকারখানা, ইটভাটা।
আশা করি “দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ, প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন ও উত্তর”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"