CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে?- রসায়ন [Update]

CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে?

CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে?

জ্বালানির দহনের ফলে CO₂ উৎপন্ন হয়। এ গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের জন্য দ্বায়ী। এছাড়া এসিড বৃষ্টি সৃষ্টি করে থাকে। অর্থাৎ বিভিন্ন ভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে থাকে।

কিন্তু CO₂ না থাকলে জীবকুল বেঁচে থাকত না। কারণ উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে CO₂ ও H₂O থেকে শর্করা জাতীয় খাবার গ্লুকোজ(C₆H₁₂O₆) উৎপন্ন করে। 


6CO₂ +6H₂O ----->C₆H₁₂O₆ +6O₂

উদ্ভিদের তৈরি এই শর্করা জাতীয় খাবার আমরা খেয়ে বেঁচে থাকি। উদ্ভিদ CO₂ শোষণ না করলে পরিবেশে এর মাত্রা অধিক হারে বেড়ে যেত। ফলে প্রাণীকুলের বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। এভাবে CO₂ জীবন বাঁচাতে সাহায্য করে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন