যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? হিলিয়াম (He) কেন নিষ্ক্রিয় গ্যাস?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? হিলিয়াম (He) কেন নিষ্ক্রিয় গ্যাস?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তার সংখ্যাকে ওই মৌলের যোজ্যাতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলে। যেমন : ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ L এ 5 টি ইলেকট্রন আছে। অতএব ফ্লোরিনের যোজ্যাতা ইলেকট্রন আছে 5টি।
হিলিয়াম (He) কেন নিষ্ক্রিয় গ্যাস?
He এর সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থিতিশীল। এই স্থিতিশীল অবস্থার কারণে এরা কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে না। তাই He কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
আশা করি “যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? হিলিয়াম (He) কেন নিষ্ক্রিয় গ্যাস?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ