NaCl এর তড়িৎ বিশ্লেষণে কি কি অসুবিধা হয়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “NaCl এর তড়িৎ বিশ্লেষণে কি কি অসুবিধা হয়। ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
NaCl এর তড়িৎ বিশ্লেষণে কি কি অসুবিধা হয়
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে যেসব অসুবিধা দেখা যায় সেগুলো হলো-
১. সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে সামান্য ক্লোরিন গ্যাস ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
২. প্লাটিনাম তড়িৎদ্বার এবং গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করলে ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
৩. মার্কারি তড়িৎদ্বার ও গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করলে ক্যাথোডে প্রথমে ধাতব সোডিয়াম ও পরে সোডিয়াম অ্যামালগাম উৎপন্ন হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে NaCl এর তড়িৎ বিশ্লেষণে কি কি অসুবিধা হয়। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”