কাঁচপাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “কাঁচপাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
কাঁচপাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন?
কাঁচের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড সংরক্ষণ করা যায় না। কারণ কাঁচের মূল উপাদান সিলিকা। যা কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। এজন্য কাঁচ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সংরক্ষণ করা যায় না।
গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের মধ্যস্থ সিলিকা উপাদান সহ বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট (Na₂SiO₃) উৎপন্ন করে। ফলে কাঁচ অমসৃণ হয়।
2NaOH + SiO₂ -----> Na₂SiO₃ +H₂O
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে কাঁচপাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”