এসএসসি (SSC) অর্থনীতি ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “এসএসসি (SSC) অর্থনীতি ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
এসএসসি (SSC) অর্থনীতি ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘Economics’ কোন শব্দ থেকে এসেছে?
ক. Oikonomia খ. Ekonomia
গ. Onkomia ঘ. Konomia
সঠিক উত্তর : ক
২. প্রাচীন ভারতে কোন সময়ে ‘কৌটিল্যর অর্থশাস্ত্র’ আলোচিত হয়?
ক. ৪র্থ খ্রিষ্টপূর্ব খ. ৫ম খ্রিষ্টপূর্ব
গ. ৬ষ্ঠ খ্রিষ্টপূর্ব ঘ. ৭ম খ্রিষ্টপূর্ব
সঠিক উত্তর : ক
৩. ‘বাণিজ্যবাদ’ – এর প্রসারকাল কোনটি?
ক. ১৪০০–১৫০০ খ. ১৫৯০–১৭২০
গ. ১৫৯০–১৭৮০ ঘ. ১৭৯০–১৮৮০
সঠিক উত্তর : গ
৪. ‘Mercanitlism’ শব্দটির অর্থ কী?
ক. ভূমিবাদ খ. বাণিজ্যবাদ
গ. সাম্রাজ্যবাদ ঘ. পুঁজিবাদ
সঠিক উত্তর : খ
৫. কারা রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির জন্য অধিক রপ্তানি করত?
ক. রোমানরা
খ. গ্রিকরা
গ. ফরাসিরা
ঘ. ইংল্যান্ডের ব্যবসায়ীরা
সঠিক উত্তর : ঘ
৬. ‘Physiocracy’ শব্দটির অর্থ কী?
ক. বাণিজ্যবাদ খ. ভূমিবাদ
গ. সাম্রাজ্যবাদ ঘ. শরীরতত্ত্ব
সঠিক উত্তর : খ
৭. ইংল্যান্ড শিল্পপণ্য রপ্তানি করে কী আমদানি করত?
ক. কৃষি উপকরণ
খ. শ্রমিক
গ. মূল্যবান প্রাচীন দ্রব্য
ঘ. মূল্যবান ধাতু
সঠিক উত্তর : ক
৮. কৃষিকে উৎপাদনশীল কাজ মনে করা হতো কোন মতবাদে?
ক. সাম্রাজ্যবাদে খ. ভূমিবাদে
গ. পুঁজিবাদে ঘ. বাণিজ্যবাদে
সঠিক উত্তর : খ
৯. কারা ভূমিবাদ মতবাদ প্রচার করেন?
ক. গ্রিকরা খ. ফরাসিরা
গ. রোমানরা ঘ. ভারতীয়রা
সঠিক উত্তর : খ
১০. অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশের নাগরিক ছিলেন?
ক. আমেরিকার খ. ইংল্যান্ডের
গ. ফ্রান্সের ঘ. ইতালির
সঠিক উত্তর : খ
১১. কে প্রথম অর্থনীতিকে একটা স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন?
ক. আলফ্রেড মার্শাল
খ. অ্যাডাম স্মিথ
গ. এল রবিন্স
ঘ. পল স্যামুয়েলসন
সঠিক উত্তর : খ
১২. অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি?
ক. নির্বাচন সমস্যা
খ. সম্পদের সীমাবদ্ধতা
গ. সম্পদের প্রাচুর্য
ঘ. অসীম অভাব
সঠিক উত্তর : খ
১৩. কিসের জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করবে?
ক. অসীম অভাব
খ. বিকল্প সম্পদ
গ. সম্পদের দুষ্প্রাপ্যতা
ঘ. অসীম সম্পদ
সঠিক উত্তর : গ
১৪. কী হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না?
ক. অভাব বেশি হলে
খ. অভাব কম হলে
গ. সম্পদ বেশি হলে
ঘ. সম্পদ কম হলে
সঠিক উত্তর : গ
১৫. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. সম্পদের ঘাটতি
খ. সীমাহীন চাহিদা
গ. সম্পদের দুষ্প্রাপ্যতা
ঘ. সীমাহীন অভাব
সঠিক উত্তর : গ
১৬. ‘সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়’ — উক্তিটি কোন অর্থনীতিবিদের?
ক. এল রবিন্স
খ. অ্যাডাম স্মিথ
গ. পল স্যামুয়েলসন
ঘ. আলফ্রেড মার্শাল
সঠিক উত্তর : গ
১৭. মৌলিক অর্থনৈতিক সমস্যা —
i. কী উৎপাদন করতে হবে
ii. কীভাবে উৎপাদন করতে হবে
iii. কার জন্য উৎপাদন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৮. প্রথম দিকের অর্থনীতি কী নামে পরিচিত ছিল?
ক. সামাজিক বিজ্ঞান
খ. অপ্রাচুর্যের বিজ্ঞান
গ. মানব কল্যাণের বিজ্ঞান
ঘ. রাজনৈতিক অর্থনীতি
সঠিক উত্তর : ঘ
১৯. ক্ল্যাসিক্যাল অর্থনীতিতে অর্থনীতির নাম কী ছিল?
ক. সামাজিক অর্থনীতি
খ. বিনিময় অর্থনীতি
গ. রাজনৈতিক অর্থনীতি
ঘ. পারিবারিক অর্থনীতি
সঠিক উত্তর : গ
২০. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কের অনুসন্ধান করে।’ উক্তিটি কোন অর্থনীতিবিদের?
ক. অধ্যাপক মার্শালের
খ. অধ্যাপক এল রবিন্সের
গ. অ্যাডাম স্মিথের
ঘ. স্যামুয়েলসনের
সঠিক উত্তর : গ
২১. মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য কী?
ক. সম্পদ আহরণ
খ. সম্পদের ব্যবহার
গ. সম্পদ করায়ত্ত
ঘ. ব্যবসা–বাণিজ্য
সঠিক উত্তর : ক
২২. অ্যাডাম স্মিথের সংজ্ঞায় কোন দিকটি উপেক্ষিত ছিল?
ক. সম্পদ আহরণ
খ. অসীম অভাব
গ. সেবা খাত
ঘ. দ্রব্যসামগ্রী
সঠিক উত্তর : গ
২৩. অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. সম্পদ আহরণ
খ. মানুষের কল্যাণ সাধন
গ. ভোগবিলাস
ঘ. অর্থ আহরণ
সঠিক উত্তর : খ
২৪. অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্য কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : ঘ
২৫. অর্থনীতির অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
ক. ডেভিড রিকার্ডো
খ. অ্যাডাম স্মিথ
গ. অধ্যাপক এল রবিন্স
ঘ. অধ্যাপক মার্শাল
সঠিক উত্তর : গ
২৬. অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো —
i. অর্থ উপার্জন
i. অভাব পূরণের জন্য অর্থ ব্যয়
iii. চাহিদা পূরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২৭. প্রান্তিক বিনিয়োগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হলে মানুষ কী করবে?
ক. ভোগ বন্ধ করবে
খ. ভোগ করবে
গ. বাজার ছেড়ে চলে যাবে
ঘ. ভোগ করবে না
সঠিক উত্তর : খ
২৮. মুদ্রা ছাপানোর ক্ষমতা কার হাতে থাকে?
ক. অর্থ মন্ত্রণালয়ের
খ. কেন্দ্রীয় ব্যাংকের
গ. বাণিজ্যিক ব্যাংকের
ঘ. সরকারের
সঠিক উত্তর : খ
২৯. দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী?
ক. মূল্যস্ফীতি
খ. মুদ্রাস্ফীতি
গ. সংকটাপন্ন অবস্থা
ঘ. পণ্যসংকট
সঠিক উত্তর : খ
৩০. মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কী রূপ?
ক. বিপরীতমুখী খ. সমমুখী
গ. একমুখী ঘ. উভমুখী
সঠিক উত্তর : ক
৩১. মুদ্রাস্ফীতি হলে কী ঘটে?
ক. অর্থের মূল্য কমে
খ. অর্থের মূল্য বাড়ে
গ. জীবনযাত্রার মান বাড়ে
ঘ. দ্রব্যমূল্য কমে
সঠিক উত্তর : ক
৩২. বেকারত্ব কমলে কী ঘটে?
ক. মুদ্রাস্ফীতি কমে
খ. মুদ্রাস্ফীতি বাড়ে
গ. দ্রব্যমূল্য বৃদ্ধি পায়
ঘ. দ্রব্যমূল্য কমে যায়
সঠিক উত্তর : খ
৩৩. জাতীয় আয় ও জাতীয় ব্যয়ের মধ্যে কী বিদ্যমান থাকে?
ক. চক্রাকার প্রবাহ
খ. আয়তাকার প্রবাহ
গ. নিট আয়
ঘ. বর্গাকার প্রবাহ
সঠিক উত্তর : ক
৩৪. বাজারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের দরকার হয় —
i. পরিবেশদূষণ রোধে
ii. দুর্নীতি কমাতে
iii. চাহিদা পূরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৩৫. মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। কেননা —
i. মানুষ প্রান্তিক সুবিধা–অসুবিধার কথা ভাবে
ii. উপযোগ পেলে বেশি উৎপাদন করা যায়
iii. প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
৩৬. অর্থনীতির প্রতিটি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে —
i. উৎসাহ
ii. প্রান্তিক চিন্তা
iii. প্রণোদনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৩৭. কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে ও কার জন্য উৎপাদন — এগুলো কী ধরনের সমস্যা?
ক. উৎপাদনগত খ. বিনিময়গত
গ. নির্বাচনগত ঘ. বণ্টনগত
সঠিক উত্তর : গ
৩৮. কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, এ সমস্যা সমাধানের পর কোন প্রশ্নটি আসে?
ক. কীভাবে উৎপাদন করা হবে
খ. কার জন্য উৎপাদন করা হবে
গ. কী দামে বিক্রি হবে
ঘ. কাদের মধ্যে বণ্টন হবে
সঠিক উত্তর : ক
৩৯. কোন পদ্ধতিতে আপেক্ষিক চাহিদার ওপর উৎপাদনের বিন্যাস নির্ভর করে?
ক. নির্দেশমূলক পদ্ধতি
খ. প্রথাগত অর্থনৈতিক পদ্ধতি
গ. বাজার পদ্ধতি
ঘ. বৈজ্ঞানিক পদ্ধতি
সঠিক উত্তর : গ
৪০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত?
ক. ধনতান্ত্রিক
খ. মিশ্র অর্থনীতি
গ. সমাজতান্ত্রিক
ঘ. ইসলামি অর্থনীতি
সঠিক উত্তর : গ
৪১. সরকারি উদ্যোগে উৎপাদনকার্য চলে কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি ঘ. মিশ্র
সঠিক উত্তর : খ
৪২. কোন অর্থব্যবস্থায় রাষ্ট্রই সব সম্পদের মালিক?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি ঘ. মিশ্র
সঠিক উত্তর : খ
৪৩. কেন্দ্রীয় পরিকল্পনা কোন ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
ক. ধনতান্ত্রিক খ. ইসলামি
গ. মিশ্র ঘ. সমাজতান্ত্রিক
সঠিক উত্তর : ঘ
৪৪. সমাজতন্ত্রের উৎপাদনকার্য পরিচালিত হয় —
i. জাতীয় চাহিদার ভিত্তিতে
ii. সামগ্রিক কল্যাণের জন্য
iii. রাষ্ট্রের সুবিধার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৪৫. নিচের কোন দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু আছে?
ক. বাংলাদেশে খ. ইরানে
গ. চীনে ঘ. কিউবায়
সঠিক উত্তর : ক
৪৬. কোন অর্থব্যবস্থায় অতিরিক্ত একচেটিয়া মুনাফা অর্জন সম্ভব নয়?
ক. প্রথাগত খ. ধনতন্ত্র
গ. মিশ্র ঘ. নির্দেশমূলক
সঠিক উত্তর : গ
৪৭. ভোক্তাসাধারণের দ্রব্য ক্রয়–বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতাকে কী বলা হয়?
ক. উৎপাদকের স্বাধীনতা
খ. সরকারের স্বাধীনতা
গ. ভোক্তার স্বাধীনতা
ঘ. কেন্দ্রীয় পরিকল্পনা
সঠিক উত্তর : গ
৪৮. কোন খাতকে ভূমিবাদীরা অনুৎপাদনশীল খাত মনে করতেন?
ক. শিল্প ও বাণিজ্য
খ. শিল্প ও কৃষি
গ. কৃষি ও বাণিজ্য
ঘ. খনিজ ও বাণিজ্য
সঠিক উত্তর : ক
৪৯. অধ্যাপক মার্শাল কিসের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
ক. সম্পদ খ. মানবকল্যাণ
গ. বিলাস ঘ. চাহিদা
সঠিক উত্তর : খ
৫০. অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি?
ক. ৮টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১২টি
সঠিক উত্তর : গ