টাচস্ক্রিন (Touchscreen) কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “টাচস্ক্রিন (Touchscreen) কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
টাচস্ক্রিন কি?
টাচস্ক্রিন (Touchscreen) হলো ইলেকট্রনিক ভিজুয়্যাল ডিসপ্লে যা ডিসপ্লে এরিয়ায় উপস্থিতি সনাক্ত করতে পারে। এটি একটি ইনপুট ডিভাইস। সাধারণভাবে হাতের আঙ্গুল অথবা কলম আকৃতির স্টাইলাস দিয়ে টাচ বা স্পর্শ করা হয়। একের ভিতর সব ধরনের কম্পিউটার, টেবলেট কম্পিউটার, স্মার্ট মোবাইল ফোনে টাচস্ক্রিন ব্যবস্থা থাকে।
টাচস্ক্রিনে টাচ করে দ্রুত ডেটা ইনপুট করা যায়, বিভিন্ন নির্দেশা দেয়া যায়। এতে মাউসের মাধ্যমে ক্লিক করে অথবা টাচপ্যাডের মাধ্যম ছাড়াই সরাসরি স্ক্রিনে টাচ করে কাজ করা যায়। টাচ স্ক্রিনের স্পর্শকাতর পর্দাটি একটি প্লাস্টিক লেয়ার দ্বারা আবৃত যার পিছনে অপ্রদর্শিত রশ্মি এবং ইনফ্রারেড লাইট কাজ করে।
আশা করি “টাচস্ক্রিন (Touchscreen) কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ