MrJazsohanisharma

একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?- রসায়ন [Update]

একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?

একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?

একমুখী বিক্রিয়া :  যে বিক্রিয়া শুধু সামনের দিকে সংঘটিত হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ঘটে তাকে একমুখী বিক্রিয়া বলে।

যেমন :  H₂ + Cl₂ -----> 2HCl

এটি একটি একমুখী বিক্রিয়া। কারন বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে শুধু উৎপাদের দিকে সংঘটিত হয়েছে।

উভমুখী বিক্রিয়া যে বিক্রিয়া একই সাথে সামনের দিকে ও পেছনের দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।

যেমন :   H₂ + I₂ <------> 2HI

বিক্রিয়াটি সামনের দিকে ও পিছনের দিকে সংঘটিত হয়েছে। কাজেই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন