একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?
একমুখী বিক্রিয়া : যে বিক্রিয়া শুধু সামনের দিকে সংঘটিত হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ঘটে তাকে একমুখী বিক্রিয়া বলে।
যেমন : H₂ + Cl₂ -----> 2HCl
এটি একটি একমুখী বিক্রিয়া। কারন বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে শুধু উৎপাদের দিকে সংঘটিত হয়েছে।
উভমুখী বিক্রিয়া : যে বিক্রিয়া একই সাথে সামনের দিকে ও পেছনের দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।
যেমন : H₂ + I₂ <------> 2HI
বিক্রিয়াটি সামনের দিকে ও পিছনের দিকে সংঘটিত হয়েছে। কাজেই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”