এন্টিবডি ও অ্যান্টিজেন কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “এন্টিবডি ও অ্যান্টিজেন কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
এন্টিবডি ও অ্যান্টিজেন কি?
এন্টিবডি : বাহির থেকে কোন প্রাণীর দেহে রক্ত প্রবেশ করানো হলে প্রাণীর রক্তে যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন রাসায়নিক পদার্থের সৃষ্টি হয় তাকে অ্যান্টিবডি বলে।
অ্যান্টিজেন : বহিরাগত প্রোটিন যারা রক্তে এন্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে, সেই প্রোটিনকে অ্যান্টিজেন বলে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে এন্টিবডি ও অ্যান্টিজেন কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”