বিক্রিয়ার হার কোন বিষয়গুলোর উপর নির্ভর করে?- রসায়ন [Update]

বিক্রিয়ার হার কোন বিষয়গুলোর উপর নির্ভর করে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা বিক্রিয়ার হার কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বিক্রিয়ার হার কোন বিষয়গুলোর উপর নির্ভর করে?

বিক্রিয়ার হার কোন বিষয়গুলোর উপর নির্ভর করে?

প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে।

বিক্রিয়ার হার নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে।

১. বিক্রিয়ার তাপমাত্রা

২. বিক্রিয়ার চাপ

৩. ঘনমাত্রা

৪. প্রভাবক

৫. পৃষ্ঠতলের ক্ষেত্রফল

৬. দ্রাবক এর প্রকৃতি।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বিক্রিয়ার হার কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন