ব্লাড ক্যান্সার, লিউকোসাইটোসিস, থ্যালাসিমিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “ব্লাড ক্যান্সার, লিউকোসাইটোসিস, থ্যালাসিমিয়া কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ব্লাড ক্যান্সার, লিউকোসাইটোসিস, থ্যালাসিমিয়া কি?
ব্লাড ক্যান্সার : মানবদেহে শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেয়ে ৫০০০০ - ১০০০০০ হলে, এই অবস্থাকে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া বলে।
লিউকোসাইটোসিস : মানব দেহে শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেয়ে ২০০০০ - ৩০০০০ হলে যে রোগ হয় তাকে লিউকোসাইটোসিস বলে।
থ্যালাসিমিয়া : মানবদেহে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্ত শূন্যতা সৃষ্টি হওয়াকে থ্যালাসিমিয়া বলে। এটি একটি বংশগত রোগ।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ব্লাড ক্যান্সার, লিউকোসাইটোসিস, থ্যালাসিমিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”