অডিও সংকেত ও ভিডিও সংকেত কি?- রসায়ন [Update]

অডিও সংকেত ও ভিডিও সংকেত কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অডিও সংকেত ও ভিডিও সংকেত কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

অডিও সংকেত ও ভিডিও সংকেত কি?

অডিও সংকেত ও ভিডিও সংকেত কি?

 অডিও সংকেত : কোন বক্তা বা উপস্থাপকের কথা বা কণ্ঠস্বর বা যে কোন শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা যায়। এভাবে উৎপন্ন তড়িৎ সংকেতকে অডিও সংকেত বলে।

ভিডিও সংকেত : ভিডিও সংকেত এর উৎস হলো কোনো ছবি বা দৃশ্য। কোন দৃশ্যকে টেলিভিশন ক্যামেরা দ্বারা ধারণ করে এবং স্ক্যানিং প্রক্রিয়ায় একে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এই সংকেতের নাম ভিডিও সংকেত।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অডিও সংকেত ও ভিডিও সংকেত কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন