রাসায়নিক বিক্রিয়া সংগঠনে আলোর ভূমিকা কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “রাসায়নিক বিক্রিয়া সংগঠনে আলোর ভূমিকা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
রাসায়নিক বিক্রিয়া সংগঠনে আলোর ভূমিকা কি?
কোন রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য আলোর ভূমিকা অপরিসীম। কিছু বিক্রিয়া আছে যারা আলোর উপস্থিতিতে সংঘটিত হয়।
যেমনঃ নাইট্রিক এসিডের বিয়োজন। গাঢ় নাইট্রিক এসিড আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
আবার হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।
আবার কিছু বিক্রিয়া আছে যেগুলি অন্ধকারে সংগঠিত হয়।
যেমনঃ স্টার্চ থেকে ইথানল উৎপাদন।
সুতরাং বলা যায়, রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে আলোর ভূমিকা অপরিসীম।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাসায়নিক বিক্রিয়া সংগঠনে আলোর ভূমিকা কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”