গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন?- রসায়ন [Update]

গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন?-

গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন?

গাঢ় এসিড ও ক্ষার ক্ষয়কারী পদার্থ। এসব পদার্থ শরীরের সংস্পর্শে এলে শরীর পুড়ে যায়। জামাকাপড়ের সংস্পর্শে আসলে জামাকাপড় নষ্ট হয়ে যায়। হাতে লাগলে হাতের ক্ষতি করে। চোখে লাগলে চোখের ক্ষতি করে এমনকি অন্ধ হয়ে যেতে পারে। মুখের মধ্যে গেলে মুখ ও গলা পুড়ে যেতে পারে। এজন্য গাঢ় এসিড এবং ক্ষার বিপদজনক।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন