ভলকানাইজিং ; শিলা ; ভূত্বক ; চিনামাটি কাকে বলে- রসায়ন [Update]

ভলকানাইজিং ; শিলা ; ভূত্বক ; চিনামাটি কাকে বলে: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ভলকানাইজিং ; শিলা ; ভূত্বক ; চিনামাটি কাকে বলে বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ভলকানাইজিং ; শিলা ; ভূত্বক ; চিনামাটি কাকে বলে

ভলকানাইজিং ; শিলা ; ভূত্বক ; চিনামাটি কাকে বলে

ভলকানাইজিং :  রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে রাবারের সাথে সালফার মেশানোকে ভলকানাইজিং বলে।

শিলা :  বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে যে শক্ত কনার মিশ্রণ সৃষ্টি করে তাকে শিলা বলে।

ভূত্বক :  পৃথিবীর উপরিভাগের মাটির আবরণকে ভূত্বক বলে।

চিনামাটি বা চায়না ক্লে :  কেওলিন বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি সিরামিক কারখানায় ব্যবহার করা হয়। চীন দেশের মানুষ প্রথম এই মাটি ব্যবহার করত বলে একে চিনামাটি বা চায়না ক্লে বলে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ভলকানাইজিং ; শিলা ; ভূত্বক ; চিনামাটি কাকে বলে বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন