ধুমপান কি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “ধুমপান কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ধুমপান কি?
শুকনো তামাক পাতা থেকে উৎপন্ন বিড়ি, সিগারেট, চুরুট ইত্যাদিকে পুড়িয়ে তার ধোঁয়া ও বাষ্প সেবনকে ধুমপান বলে।
ধূমপান মানবদেহের জন্য ক্ষতিকর। ধূমপানের কারণে সৃষ্ট ক্ষতি গুলো হচ্ছে-
১. ধূমপায়ীরা দ্রুত রোগে আক্রান্ত হয়।
২. ধূমপানের ফলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়।
যেমন: ফুসফুস ক্যান্সার, গলা, ঠোট, মুখ ও মূত্রথলির ক্যান্সার, ব্রংকাইটিস এবং হৃদযন্ত্রের বিভিন্ন রোগ হতে পারে।
৩. অতিরিক্ত ধুমপানের কারনে মানুষের আয়ু কমে যায়।
অতিরিক্ত চিন্তা লাঘবের জন্য, বন্ধু-বান্ধবের সঙ্গে বা দেহকে কর্মক্ষম রাখতে মানুষ ধূমপান করে থাকে। এটি সবচেয়ে সস্তা এবং হাতের নাগালে পাওয়া যায় বলে ধূমপানের প্রতি মানুষের আসক্তি বেশি।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ধুমপান কি বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”