অনুচক্রিকা বা থ্রম্বোসাইট কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “অনুচক্রিকা বা থ্রম্বোসাইট কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অনুচক্রিকা বা থ্রম্বোসাইট কি?
রক্তের যে কণিকা রক্ত সঞ্চালন করতে সাহায্য করে তাকে অনুচক্রিকা বলে।
একে Platelet বলে। অনুচক্রিকা দেখতে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের মত হতে পারে।
এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু মাইট্রোকন্ডিয়া, গলগি বস্তু থাকে। কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। পূর্ণবয়স্ক মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ।
অনুচক্রিকা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। দেহের কোন অংশ কেটে গেলে অনুচক্রিকা সেই কাটা অংশে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
ক্ষতস্থানে অণুচক্রিকাগুলো ভেঙ্গে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের আমিষ প্রোথ্রমবিনকে থ্রমবিনে পরিণত করে। থ্রমবিন রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালিতে পরিণত করে। এই জালিকা ক্ষতস্থানে রক্তক্ষরণ জমাট বাঁধানোর মাধ্যমে বন্ধ করে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”