MrJazsohanisharma

তাপ রাসায়নিক সমীকরণ কাকে বলে?- রসায়ন [Update]

তাপ রাসায়নিক সমীকরণ কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা তাপ রাসায়নিক সমীকরণ কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

তাপ রাসায়নিক সমীকরণ কাকে বলে?

তাপ রাসায়নিক সমীকরণ কাকে বলে?

যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হয় সে সকল রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণে তাপ শক্তির পরিবর্তন উল্লেখ করে নতুন যে সমীকরণ পাওয়া যায় সে সকল বিক্রিয়ার সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলে।

যেমনঃ

N₂ + 3H₂  <------> 2NH₃ ; ΔH = -92kj

এটি একটি তাপ রাসায়নিক সমীকরণ।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে তাপ রাসায়নিক সমীকরণ কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন