ইনভিট্রো ফার্টিলাইজেশন কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “ইনভিট্রো ফার্টিলাইজেশন কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ইনভিট্রো ফার্টিলাইজেশন কি?
জীবদেহে বাহিরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটিয়ে প্রথমিক ভ্রুণ সৃষ্টি করাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে।
এ পদ্ধতিতে কৃত্রিম উপায়ে স্ত্রীলোকের জরায়ুর বাহিরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের মাধ্যমে প্রাথমিক ভ্রুণ তৈরি করা হয়। পরবর্তীতে এই ভ্রুণ স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপন করার মাধ্যমে শিশুর জন্ম দেয়া হয়।
পর্যায়ক্রমে কতগুলো পদ্ধতি অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে শিশুর জন্ম দেওয়া হয়।
এটি চার ধাপে করা হয়।
১. সক্ষম দম্পতি হতে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ পদ্ধতির মাধ্যমে এদের মিলন ঘটানো হয়।
২. এর মাধ্যমে প্রাথমিক ভ্রুণ উৎপাদন হয়।
৩. উৎপাদিত ভ্রুণকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।
৪. প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ।
যেসব দম্পতি স্বাভাবিক সন্তান লাভে ব্যর্থ তারা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি ব্যবহার করে সন্তান জন্ম দিতে পারে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ইনভিট্রো ফার্টিলাইজেশন কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”