ধাতুর বৈশিষ্ট্য কি?- রসায়ন [Update]

ধাতুর বৈশিষ্ট্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ধাতুর বৈশিষ্ট্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি

ধাতুর বৈশিষ্ট্য কি

ধাতুর বৈশিষ্ট্য কি?

ধাতুর বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:

১. ধাতুসমূহ ঘাতসহনশীল। এদের যে কোন আকার দেওয়া যায়।

২.ধাতু নমনীয়। একে পিটিয়ে সরু তারে পরিণত করা যায়।

৩. ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।

৪. আঘাত করলে টুনটুন শব্দ হয়।

৫. ধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়।

৬. ধাতুসমূহের ঘনত্ব অধাতুর তুলনায় অনেক বেশি।

৭. বিশুদ্ধ ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ধাতুর বৈশিষ্ট্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন