রাসায়নিক সংযোগ সূত্র কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “রাসায়নিক সংযোগ সূত্র কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
রাসায়নিক সংযোগ সূত্র কাকে বলে?
দুই বা ততোধিক মৌলে রাসায়নিক সংযোগের ফলে বিভিন্ন যৌগ উৎপন্ন হয়। এ সংযোগের সময় বিভিন্ন সূত্র অনুসরণ করা হয়। এ সূত্রসমূহকে রাসায়নিক সংযোগ সূত্র বলে।
রাসায়নিক সংযোগ সূত্র পাঁচটি -
১. ভরের নিত্যতা সূত্র
২. স্থিরানুপাত সূত্র
৩. গুণানুপাত সূত্র
৪. বিপরীত অনুপাত সূত্র
৫. গ্যাস আয়তন সূত্র।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাসায়নিক সংযোগ সূত্র কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”