বিবর্তন কি?- রসায়ন [Update]

বিবর্তন কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা বিবর্তন কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বিবর্তন কি?

বিবর্তন কি?

বিবর্তন পৃথিবীর উৎপত্তি ও জীবের উৎপত্তির ঘটনা প্রবাহে তা একরকম থাকে না। ধীরে ধীরে পরিবর্তিত হয়। 

প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয় নিউক্লিওপ্রোটিন এরপরে প্রটোভাইরাস তারপর ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া তৈরি হয়।এককোষী জীবদেহে সৃষ্টি হয় ক্লোরোফিল। ফলে একদিকে খাদ্য সংশ্লেষণ সম্ভব হলো এবং অন্যদিকে অক্সিজেন সৃষ্টি হলো। 

সবাত শ্বসনের ফলে জীবদেহের সংখ্যা বৃদ্ধি পায়। উদ্ভব হলো এককোষী থেকে বহুকোষী জীব। এভাবে একদিকে উদ্ভিদ ও অপরদিকে প্রাণী দুটি ধারায় জীবের অভিব্যক্তি বা বিবর্তন শুরু হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বিবর্তন কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন