বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি?- রসায়ন [Update]

বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি?

বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি?

BMI এর পূর্ণরূপ Body Mass Index.

দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বলে।

দেহের ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তা BMI বা বডি মাস ইন্ডেক্স।

BMI = দেহের ওজন (কেজি) / {দেহের উচ্চতা (মিটার)}²

যেমনঃ 

একজন ব্যক্তির ওজন 65 কেজি এবং উচ্চতা 1.75 মিটার হলে ওই ব্যক্তি বিএমআই = 

BMI = 65 ÷ (1.75)² = 21.24

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন