বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন?- রসায়ন [Update]

বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন?

বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন?

বেনজিন অ্যারোমেটিক যৌগ কারণ -

১. বেনজিনে (4n+2) সংখ্যক সঞ্চারণশীল π-ইলেকট্রন থাকে।

যেমন :  সঞ্চারণশীল π-ইলেকট্রনের সংখ্যা =  

    (4n+2) = 4 x 1 + 2 = 6.

   n = চক্রের সংখ্যা = 1

 বেনজিনে ৬টি সঞ্চারণশীল π- ইলেকট্রন বিদ্যমান থাকে।

২. বেনজিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয় না।

৩. ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

৪. অ্যালকিনের মতো সংযোজন বিক্রিয়া বেনজিন দেয়না।

৫. একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকে।

 এজন্য বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন