লুপ্তপ্রায় অঙ্গ কি?- রসায়ন [Update]

লুপ্তপ্রায় অঙ্গ কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা লুপ্তপ্রায় অঙ্গ কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

লুপ্তপ্রায় অঙ্গ কি?

লুপ্তপ্রায় অঙ্গ কি?

জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো নির্দিষ্ট জীবদেহে সক্রিয় থাকে কিন্তু এ সম্পর্কিত অঙ্গ অন্য জীবদেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এ ধরনের অঙ্গগুলোকে লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলে।

 জীবদেহে বহু লুপ্তপ্রায় অঙ্গ পরিলক্ষিত হয়। মানুষের দেহে লেজ নেই। তবু মেরুদন্ডের শেষ প্রান্তে ককসিক্স নামক লুপ্তপ্রায় অঙ্গ থাকে। এই ককসিক্স মানুষের পূর্বপুরুষের সুগঠিত ছিল। আবার মানুষের সিকাম ও সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্সটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু স্তন্যপায়ী তৃণভোজী গিনিপিগের দেহে এগুলো সক্রিয় অবস্থায় থাকে। লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী প্রাণের উৎপত্তি ঘটেছে এমন প্রাণী থেকে যার দেহে উক্ত অঙ্গটি সক্রিয় ছিল।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে লুপ্তপ্রায় অঙ্গ কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন