শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?- রসায়ন [Update]

শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?-

শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?

শিরা ও ধমনীর পার্থক্য নিম্নরূপ :

১. শিরা দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপত্তি হয়ে হূদযন্ত্রের দিকে প্রবাহিত হয়।

অপরদিকে ধমনী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয় দেহের বিভিন্ন অঙ্গের দিকে প্রবাহিত হয়।

২. শিরার প্রাচীর পাতলা, কিন্তু ধমনীর প্রাচীর পুরু।

৩. শিরায় কপাটিকা আছে, কিন্তু ধমনীতে কপাটিকা নেই।

৪. শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে পরিবাহিত হয়। 

অপরদিকে হৃদপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্যে দিয়ে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।

৫. শিরার উৎপত্তিস্থল কোষ জালিকাতে এবং মিলনস্থল হৃদপিন্ডে। 

কিন্তু ধমনীর উৎপত্তিস্থল হৃদপিন্ডে এবং মিলনস্থল কোষ জালিকায়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন