হার্টবিট, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “হার্টবিট, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
হার্টবিট, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক কাকে বলে?
হার্টবিট : হৃদপিন্ডে সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে সর্বক্ষণ ছন্দের আকারে স্পন্দিত হয়ে দেহের রক্ত প্রবাহিত করে এই স্পন্দনকে হার্টবিট বলে।
হার্ট অ্যাটাক : হৃদপিন্ডের করোনারি ধমনী কোন কারণে বন্ধ হয়ে গেল হৃদপেশীর রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে তাকে হার্ট অ্যাটাক বলে।
হার্ট ব্লক : হৃদপিন্ডের স্পন্দন প্রবাহ উৎপাদন ত্রুটিপূর্ণ হলে বা উৎপন্ন প্রবাহ সঠিক পথে প্রবাহিত না হলে তাকে হার্ট ব্লক বলে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে হার্টবিট, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”