জ্বালানি ; বিশুদ্ধ জ্বালানি ও চেইন বিক্রিয়া কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “জ্বালানি ; বিশুদ্ধ জ্বালানি ও চেইন বিক্রিয়া কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
জ্বালানি ; বিশুদ্ধ জ্বালানি ও চেইন বিক্রিয়া কাকে বলে?
জ্বালানি : যে সকল রাসায়নিক পদার্থকে পোড়ালে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় তাদেরকে জ্বালানি বলে।
যেমনঃ প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা ইত্যাদি।
বিশুদ্ধ জ্বালানি : যে জ্বালানি পোড়ানোর ফলে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কোন পদার্থ তৈরি হয় না তাকে বিশুদ্ধ জ্বালানি বলে।
চেইন বা শিকল বিক্রিয়া : যে সকল বিক্রিয়া একবার শুরু হলে নিয়ন্ত্রণ না করা পর্যন্ত অবিরাম চলতে থাকে তাকে চেইন বা শিকল বিক্রিয়া বলে। যেমন: নিউক্লিয় ফিশন বিক্রিয়াটি শিকল বিক্রিয়া।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে জ্বালানি ; বিশুদ্ধ জ্বালানি ও চেইন বিক্রিয়া কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”