জিংক ধাতু নিষ্কাশনে প্রোলং ব্যবহার করা হয় কেন?- রসায়ন [Update]

জিংক ধাতু নিষ্কাশনে প্রোলং ব্যবহার করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা জিংক ধাতু নিষ্কাশনে প্রোলং ব্যবহার করা হয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

জিংক ধাতু নিষ্কাশনে প্রোলং ব্যবহার করা হয় কেন?

জিংক ধাতু নিষ্কাশনে প্রোলং ব্যবহার করা হয় কেন?

কার্বন বিজারণ পদ্ধতিতে জিংক অক্সাইড থেকে জিংক ধাতু নিষ্কাশনের সময় উচ্চ তাপে উত্তপ্ত করতে হয়। এ অবস্থায় জিংক অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে জিংক ধাতুর বাষ্প উৎপন্ন করে। 

জিংক ধাতুর এই বাষ্পকে কনডেনসারে ঘনীভূত করা হয়। কিন্তু কনডেনসারে সব বাষ্প ঘনীভূত হয় না। তাই কনডেনসারের মাথায় প্রোলং নামক ক্ষুদ্রাকার শীতক যুক্ত করা হয়। এই প্রোলং কনডেনসারে ঘনীভূত না হওয়া জিংক বাষ্পকে ঘনীভূত করে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে জিংক ধাতু নিষ্কাশনে প্রোলং ব্যবহার করা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন