অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন?- রসায়ন [Update]

অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন?

অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন?

ধাতু বিজারক ধর্ম প্রদর্শন করে। কার্বনের তুলনায় ধাতুসমূহ অধিক শক্তিশালী বিজারক। তাই এদের অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে মুক্ত ধাতুতে রূপান্তর করা যায় না। অপরদিকে অধিক সক্রিয় ধাতুর লবণের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে সহজে মুক্ত ধাতু পাওয়া যায়। এজন্য অধিক সক্রিয় ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন