পর্যায়বৃত্ত ধর্ম কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “পর্যায়বৃত্ত ধর্ম কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
পর্যায়বৃত্ত ধর্ম কি?
পর্যায়বৃত্ত ধর্মঃ যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলসমূহের পর্যায় সারণির পর্যায় অনুসারে নির্দিষ্ট ক্রমে আবর্তিত হয় এবং একই গ্রুপে একই ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়, তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে।
পর্যায়বৃত্ত ধর্ম গুলি হচ্ছে-
১. পারমাণবিক ব্যাসার্ধ,
২. আয়নিকরণ শক্তি,
৩. ইলেকট্রন আসক্তি,
৪. তড়িৎ ঋণাত্মকতা,
৫. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক,
৬. ধাতব ধর্ম,
৭. যোজনী।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পর্যায়বৃত্ত ধর্ম কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”