বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব- রসায়ন [UpToDate]

বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব

বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব

কোন রাসায়নিক বিক্রিয়া সংগঠনের প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ ঘটতে হবে। এ সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়ক অণুসমূহ উৎপাদে পরিণত হওয়ার জন্য পর্যাপ্ত পরিমান শক্তি অর্জন করে। 

অর্থাৎ বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পাবে। 

বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বৃদ্ধি পায়। যার কারনে বিক্রিয়ক গুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়। যার কারণে অধিক সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়।

তাই তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন