অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে আণবিক ভর নির্ণয় করা যায়- রসায়ন [UpToDate]

অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে আণবিক ভর নির্ণয় করা যায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে আণবিক ভর নির্ণয় করা যায় বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে আণবিক ভর নির্ণয় করা যায়

অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে আণবিক ভর নির্ণয় করা যায়

অ্যাভোগেড্রোর সূত্রে বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক স্থাপন করা হয়েছে।

সেখানে বলা হয়েছে যে, কোন গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। 

অর্থাৎ গ্যাসের আণবিক ভর = বাষ্প ঘনত্ব x 2 ; 

বা, M = D x 2

এখানে M = আণবিক ভর ; 

D = বাষ্প ঘনত্ব। 

এ সম্পর্ক থেকে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব জানা থাকলে আণবিক ভর বের করা যায়। 

আবার এ সম্পর্কের মাধ্যমে কোন  গ্যাসের মোলার আয়তন নির্ণয় করা হয়। মোলার আয়তনে কোন গ্যাসের 

ভর থেকে এর আণবিক ভর নির্ণয় 

করা সম্ভব। 

সুতরাং বলা যায়, অ্যাভোগেড্রোর সূত্রের সাহায্যে যে কোন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা সম্ভব।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে আণবিক ভর নির্ণয় করা যায় বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন