উইন্ডোজ এক্সপি (Windows XP) বলতে কি বোঝায়? ডেস্কটপ (Desktop) কাকে বলে: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “উইন্ডোজ এক্সপি (Windows XP) বলতে কি বোঝায়? ডেস্কটপ (Desktop) কাকে বলে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
উইন্ডোজ এক্সপি বলতে কি বোঝায়?
উইন্ডোজ এক্সপি হচ্ছে ২০০৩ সালের শেষ দিকে বাজারে রিলিজকৃত উইন্ডোজ সংস্করণ। এই অপারেটিং সিস্টেমে গুরুত্বপূর্ণ বহু ফিচার যোগ হয়েছে।
ডেটার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আরও বেশি ডেটার নিরাপত্তা, রিমোট এক্সেস সুবিধা, স্বয়ংক্রিয়ভাবে নতুন হার্ডওয়্যার ডিটেক্ট ক্ষমতা, অডিও ভিজুয়ালের ক্ষেত্রে আরও বেশি নতুনত্ব, চমৎকার ইউজার ইন্টারফেস একে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।
ডেস্কটপ (Desktop) কাকে বলে?
উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু করলে স্থিতি অবস্থায় মনিটরের পুরো স্ক্রীন জুড়ে যে ক্ষেত্র চোখে পড়ে তাই উইন্ডোজ ডেস্কটপ। উইন্ডোজ স্ক্রীনে ছড়িয়ে থাকা কিছু এ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ডকুমেন্ট, টুল সম্বলিত অঞ্চলকেই ডেস্কটপ বলে।
আশা করি “উইন্ডোজ এক্সপি (Windows XP) বলতে কি বোঝায়? ডেস্কটপ (Desktop) কাকে বলে”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ