Wireless Local Area Network কি? | নেটওয়ার্কের কাজ কী? ব্যাখ্যা করো- বিস্তারিত

Wireless Local Area Network (WLAN) কি? নেটওয়ার্কের কাজ কী? ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা Wireless Local Area Network (WLAN) কি? নেটওয়ার্কের কাজ কী? ব্যাখ্যা করো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

Wireless Local Area Network (WLAN) কি? নেটওয়ার্কের কাজ কী? ব্যাখ্যা করো

Wireless Local Area Network (WLAN) কি? 

Wireless Local Area Network (WLAN) হলো একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে অবস্থিত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তৈরিকৃত তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা। WLAN সংযোগের জন্য সংযোগকারী ডিভাইসগুলোতে ওয়াই-ফাই (Wi-Fi) প্রযুক্তি ব্যবহার করা হয়। বর্তমানে ছোট প্রতিষ্ঠান এবং বাসা-বাড়িতে WLAN অত্যন্ত জনপ্রিয়।

নেটওয়ার্কের কাজ কী?

কম্পিউটার নেটওয়ার্কের প্রধান কাজ হচ্ছে রিসোর্স শেয়ারিং এবং ডেটা কমিউনিকেশন করা। নেটওয়ার্কের অন্তর্ভূক্ত ব্যবহারকারীগণ একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে থাকে। এ কাজের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় তাকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফাংশন বলা হয়। এ ফাংশনের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ ৩ (তিন) টি কাজ হচ্ছে-

১. রিসোর্স ম্যানেজমেন্ট

২. ইউজার ম্যানেজমেন্ট এবং

৩. সিকিউরিটি ম্যানেজমেন্ট।


এ ছাড়াও নেটওয়ার্কের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোকপাত করা হলো:

  • তথ্যের সহজ প্রাপ্তি ও দ্রুততা নিশ্চিত করা।
  • সার্ভার কম্পিউটারের কর্মদক্ষতা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
  • ডেটার ব্যাকআপ রাখা।ব্যবহারকারীকে নিরাপদ ও সহজ অ্যাক্সেস সুবিধা প্রদান করা।
  • স্পর্শকাতর ডেটার নিরাপত্তা নিশ্চিত করা।
  • ব্যবহারকারীকে আপডেটেড তথ্য সরবরাহ করা।
  • ব্যবহারকারীর অ্যাকসেস নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা।
  • সিস্টেমকে অনাকাঙ্খিত ব্যবহারকারী থেকে নিরাপত্তা প্রদান করা।

আশা করি Wireless Local Area Network (WLAN) কি? নেটওয়ার্কের কাজ কী? ব্যাখ্যা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন