জিপ (Zip) ফাইল বলতে কি বুঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “জিপ (Zip) ফাইল বলতে কি বুঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
জিপ (Zip) ফাইল বলতে কি বুঝায়?
জিপ (Zip) ফাইল হচ্ছে এক ধরনের আর্কাইভ যা ফাইল সংরক্ষণ এবং বিতরণের কাজে ব্যবহৃত হয়। এটি এক বা একাধিক ফাইল ও ফোল্ডার ধারণ করতে পারে। সাধারণত ফাইলের সাইজ কমানাের জন্যই এটি ব্যবহৃত হয়। তবে ফাইল গ্রুপিং-এর ক্ষেত্রেও এর বেশ ব্যবহার দেখা যায়।
উদাহরণস্বরূপ আপনি আপনার ভিজুয়্যাল বেসিকের কোন একটি প্রজেক্ট এক্সাম্পল অনলাইনে প্রদান করতে চান যা ব্যবহারকারীগণ চাইলেই ডাউনলােড করতে পারবে।
এখন আপনি যদি আপনার প্রজেক্টে ব্যবহৃত ফাইলসমূহ (ধরে নিচ্ছি আপনার প্রজেক্টে ৬ টি ফাইল ব্যবহার করা হয়েছে) আলাদা আলাদা করে ডাউনলােড করার অপশন দিতে চান তবে সেক্ষেত্রে ব্যবহারকারীকে প্রজেক্টটি ডাউনলােড করতে মােট ছয়বার নির্দেশ দিতে হবে।
অথচ আপনি যদি সমস্ত প্রজেক্টটিকে একটি জিপ ফাইলে কম্প্রেশ করে দিতেন তবে একদিকে ব্যবহারকারী যেমন একটি মাত্র ডাউনলােডের নির্দেশ দিয়ে প্রজেক্টটি ডাউনলােড করতে পারতেন অন্যদিকে কপ্রেশনের কারনে ফাইলের সাইজ কমে যাওয়ায় প্রজেক্টটির ডাউনলােড টাইমও কমে যেত।
আশা করি “জিপ (Zip) ফাইল বলতে কি বুঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ