ক্ষার ধাতু বা গ্রুপ-1 এর মৌলসমূহের যোজনী এক হয় কেন?- রসায়ন [Update]

ক্ষার ধাতু বা গ্রুপ-1 এর মৌলসমূহের যোজনী এক হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ক্ষার ধাতু বা গ্রুপ-1 এর মৌলসমূহের যোজনী এক হয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ক্ষার ধাতু বা গ্রুপ-1 এর মৌলসমূহের যোজনী এক হয় কেন?

ক্ষার ধাতু বা গ্রুপ-1 এর মৌলসমূহের যোজনী এক হয় কেন?

কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে তার শেষ কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে সেই বিজোড় ইলেকট্রনের সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে।


পর্যায় সারণির গ্রুপ -1 এর মৌলসমূহের  ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় শেষ কক্ষপথে একটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে।

ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :

H(1) ---> 1s¹

Li(3) ---> 1s² 2s¹

Na(11) ---> 1s² 2s² 2p⁶ 3s¹

K(19) ----> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s¹

 ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, গ্রুপ -1 এর মৌলগুলির শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বিদ্যমান রয়েছে। সুতরাং ক্ষার ধাতু বা গ্রুপ -1  মৌলসমূহের যোজনী 1 বা নির্দিষ্ট।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ক্ষার ধাতু বা গ্রুপ-1 এর মৌলসমূহের যোজনী এক হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন