এখানে আপনাদের জন্য “দে পানাহ দে ইয়া এলাহী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
দে পানাহ দে ইয়া এলাহী - ইসলামী সঙ্গীত লিরিক্স
দে পানাহ দে ইয়া এলাহী দে পানাহ
পথ হারায়ে কাঁদি যে রাহী দে পানাহ।।
রওশনী দে বদনসীবে
দিল চেরাগ মোর যায় যে নিভে
নামলো নভে কাল সিয়াহী- দে পানাহ।।
কোন সে সুন্দর, ফুল ফাগুনের
স্বপন হেরি গহন ব্যথায়
সুর-হারা বুলবুল কাঁদে মোর
বিরাণা বাগের শুন্য শাখায়;
তারি বুকের বেদন দিবস রাতি
ঝংকারে মোর দুলরুবাতে
তাই, আঁসুর এ নগমা গাহি – দে পানাহ।।
-সাঈদ সিদ্দিকী-
পথ হারায়ে কাঁদি যে রাহী দে পানাহ।।
রওশনী দে বদনসীবে
দিল চেরাগ মোর যায় যে নিভে
নামলো নভে কাল সিয়াহী- দে পানাহ।।
কোন সে সুন্দর, ফুল ফাগুনের
স্বপন হেরি গহন ব্যথায়
সুর-হারা বুলবুল কাঁদে মোর
বিরাণা বাগের শুন্য শাখায়;
তারি বুকের বেদন দিবস রাতি
ঝংকারে মোর দুলরুবাতে
তাই, আঁসুর এ নগমা গাহি – দে পানাহ।।
-সাঈদ সিদ্দিকী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স