এখানে আপনাদের জন্য “চাইনাকো আমি তখত ই তাউস” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
চাইনাকো আমি তখত ই তাউস - ইসলামী সঙ্গীত লিরিক্স
চাইনাকো আমি তখত ই তাউস
আমায় শহীদী দরজা দাও,
আল- কোরানের হেদায়েতী নুরে
আমার আঁধার দিল ভরাও।
সত্য দ্বীনের রোশনাই লেগে
মুজাহীদ বেশে উঠি যেন জেগে,
আমার দু’চোখে জাহেলীয়াতের
বেহুঁশ করা ঘুম টুটাও।।
তোমার জমিন বিরাণ আজিকে
এখানে তোমার কানুন নাই,
তাইত মানুষ হয়ে হায়ওয়ান
পশুদেরই মত চরে বেড়ায়।।
বাতিলের সেই দুর্গটি ভেঙ্গে
তোমারই আলোকে তুলি যেন রেঙ্গে
তওফিক দাও, আল্লাহ আমার,
তোমার রহমত ঝরাও।।
আমায় শহীদী দরজা দাও,
আল- কোরানের হেদায়েতী নুরে
আমার আঁধার দিল ভরাও।
সত্য দ্বীনের রোশনাই লেগে
মুজাহীদ বেশে উঠি যেন জেগে,
আমার দু’চোখে জাহেলীয়াতের
বেহুঁশ করা ঘুম টুটাও।।
তোমার জমিন বিরাণ আজিকে
এখানে তোমার কানুন নাই,
তাইত মানুষ হয়ে হায়ওয়ান
পশুদেরই মত চরে বেড়ায়।।
বাতিলের সেই দুর্গটি ভেঙ্গে
তোমারই আলোকে তুলি যেন রেঙ্গে
তওফিক দাও, আল্লাহ আমার,
তোমার রহমত ঝরাও।।
-জামেদ আলী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স