এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ মোনাজাত” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ মোনাজাত - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমার কন্ঠে এমন সুধা
দাও ঢেলে দাও হে পরোয়ার
যা পিয়ে এই ঘুমন্ত জাত
ভাঙ্গে যেন রুদ্ধ দ্বার।
আমার গানের পরশ পেয়ে
অশ্রুধারা ওঠে নেয়ে
শাহাদাতের ভাগ্য চেয়ে
জীবন জুড়ে আনে জোয়ার
আমার গানের সুরে প্রভু
দিও দিও অগ্নিধারা
দ্বীন কায়েমের চির সবুজ
অনুভূতি পাগল পারা
আলকোরানের আয়াত দিয়ে
তৌহিদেরই শরাব পিয়ে
হেরার পথের রুশনী নিয়ে
পার হয়ে যায় দূর পারাবার।।
দাও ঢেলে দাও হে পরোয়ার
যা পিয়ে এই ঘুমন্ত জাত
ভাঙ্গে যেন রুদ্ধ দ্বার।
আমার গানের পরশ পেয়ে
অশ্রুধারা ওঠে নেয়ে
শাহাদাতের ভাগ্য চেয়ে
জীবন জুড়ে আনে জোয়ার
আমার গানের সুরে প্রভু
দিও দিও অগ্নিধারা
দ্বীন কায়েমের চির সবুজ
অনুভূতি পাগল পারা
আলকোরানের আয়াত দিয়ে
তৌহিদেরই শরাব পিয়ে
হেরার পথের রুশনী নিয়ে
পার হয়ে যায় দূর পারাবার।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স