এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ভুল ভুল ভুল” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ভুল ভুল ভুল - ইসলামী সঙ্গীত লিরিক্স
যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে
যদি কেউ ভেবে থাকো ইসলাম ডুবে গেছে
ভুল ভুল ভুল বন্ধু ভুল বুঝেছো
ভুল ভুল ভুল বন্ধু ভুল ভেবেছো।।
ফিরে আসে মুছতে আঁধার
জিহাদের দিন যদি আবার
থাকবেনা কেউ মাথা তোলার
সাড়া জাগাবার
ভুল ভুল ভুল।।
সর্বহারার দীর্ঘ নিশ্বাস
ভরবে আকাশ ভরবে বাতাস
গরীব দুখী রইবে নিরাশ
পাবেনা আশ্বাস
ভুল ভুল ভুল।।
সারা জীবন মজলুম হেথায়
সইবে জুলুম সইবে অন্যায়
খেলাফত আর পাবেনা হায়
কাঁদবে বেদনায়
ভুল ভুল ভু্ল।।
কারবালাতে ইমাম হোসেন
ধুলীর সাথে মিশে গেছেন
বালাকোটে বেরলভীও
ব্যর্থ হয়েছেন
ভুল ভুল ভুল।।
যদি কেউ ভেবে থাকো ইসলাম ডুবে গেছে
ভুল ভুল ভুল বন্ধু ভুল বুঝেছো
ভুল ভুল ভুল বন্ধু ভুল ভেবেছো।।
ফিরে আসে মুছতে আঁধার
জিহাদের দিন যদি আবার
থাকবেনা কেউ মাথা তোলার
সাড়া জাগাবার
ভুল ভুল ভুল।।
সর্বহারার দীর্ঘ নিশ্বাস
ভরবে আকাশ ভরবে বাতাস
গরীব দুখী রইবে নিরাশ
পাবেনা আশ্বাস
ভুল ভুল ভুল।।
সারা জীবন মজলুম হেথায়
সইবে জুলুম সইবে অন্যায়
খেলাফত আর পাবেনা হায়
কাঁদবে বেদনায়
ভুল ভুল ভু্ল।।
কারবালাতে ইমাম হোসেন
ধুলীর সাথে মিশে গেছেন
বালাকোটে বেরলভীও
ব্যর্থ হয়েছেন
ভুল ভুল ভুল।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স