এখানে আপনাদের জন্য “রাত কেটেছে স্বপ্নে বিভোর” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
রাত কেটেছে স্বপ্নে বিভোর - ইসলামী সঙ্গীত লিরিক্স
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
সামনে রয়েছে দূরের যাত্রা
বিভিষীকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্যঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কী আর এই পথে কখনো
জানলে কী আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে ?
দ্বীনের পথে নামতে ?
সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্যে
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্যে
ভেঙ্গে ফেলো এই সপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে ।
জনতা মিছিল সংগ দেবে
একপথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
বিজয় তোমার আনতে ।
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
সামনে রয়েছে দূরের যাত্রা
বিভিষীকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্যঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কী আর এই পথে কখনো
জানলে কী আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে?
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে ?
দ্বীনের পথে নামতে ?
সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্যে
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্যে
ভেঙ্গে ফেলো এই সপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে ।
জনতা মিছিল সংগ দেবে
একপথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
বিজয় তোমার আনতে ।
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স