অধ্যায় দ্বিতীয় : ইলুমিনেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (ভোকেশনাল): আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “অধ্যায় দ্বিতীয় : ইলুমিনেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (ভোকেশনাল)” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
অধ্যায় দ্বিতীয় : ইলুমিনেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (ভোকেশনাল)
প্রশ্ন-১। ইলুমিনেশন কাকে বলে?
উত্তরঃ বাতি বা ল্যাম্পের সাহায্যে বসতবাড়ি, অফিস আদালত, কলকারখানা, রাস্তাঘাট ইত্যাদি স্থান আলোকিত করাকে উদ্ভাসন বা ইলুমিনেশন (illumination) বলে।
প্রশ্ন-২। ইলুমিনেশনের একক কী?
উত্তরঃ ইলুমিনেশনের একক হচ্ছে লিউমেন/বর্গফুট বা লিউমেন/বর্গমিটার।
প্রশ্ন-৩। কোন স্থানের ইলুমিনেশন কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ কোন স্থানের ইলুমিনেশন নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। যথা–
১. লিউমিনাস ইনটেনসিটি (I)।
২. উৎস হতে স্থানটির দূরত্ব (r)।
৩. উৎসের অভিলম্বের স্থানের কৌণিক অবস্থান (cosθ)
প্রশ্ন-৪। আলোর প্রধান উৎস কী?
উত্তরঃ আলোর প্রধান উৎস সূর্য।
প্রশ্ন-৫। ইলুমিনেশনের সূত্রগুলো লিখ।
উত্তরঃ ইলুমিনেশনের সূত্র তিনটি। যথাঃ
- সমানুপাতিক সূত্র : কোন তলের ইলুমিনেশন আলোক উৎসের লিউমিনাস ইনটেনসিটির সমানুপাতিক।
- উল্টা বর্গের সূত্র : কোন তলের ইলুমিনেশন ঐ তল হতে আলোক উৎসের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
- ল্যামবার্টের সূত্র : কোন তলের যে কোন বিন্দুতে ইলুমিনেশন উক্ত তলের অভিলম্ব ও উক্ত বিন্দুতে পতিত আলোক রশ্মির মধ্যে সৃষ্টি কোণের কোসাইন এর সমানুপাতিক।