প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট - লিরিক্স

এখানে আপনাদের জন্য “প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট - লিরিক্স

প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট - ইসলামী সঙ্গীত লিরিক্স

প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট
দিগন্ত বিস্তৃত অবারিত মাঠ।
কোন সেই দেশ, রূপের নেই শেষ
সবুজে শ্যামলে ভরা আমার এই দেশ।
আমার প্রিয় দেশ, তোমার প্রিয় দেশ, সবার বাংলাদেশ।

এখানে শীতের সকালে সবুজ ঘাসে
মুক্তকণা শিশিরের মেলা বসে।
শরতের সাদা সাদা কাশফুলে হায়
চোখ জুড়িয়ে যায় মন ভরে যায়।
কোন সেই দেশ..............

এখানে গোধুলি রবি লালিমা ছড়ায়
আঁকাবাঁকা শত নদী যায় বয়ে যায়।
এখানে প্রভাত আসে পাখিরও গানে
গান গেয়ে যায় তারা আল্লাহ্‌ নামে।
কোন সেই দেশ................

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন