এখানে আপনাদের জন্য “আমার মনের সাধ যা কিছু” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আমার মনের সাধ যা কিছু - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমার মনের সাধ যা কিছু
দোয়ার মত ফুটছে জানি
চেরাগ যেমন তেমনি যেন
হয় খোদা মোর জিন্দেগানী।
সুন্দর হয় আমার বাচায়,
যেন আবার এই জাহান
ফোটা ফুলের শোভায় যেমন
হাসে সোনার গুলিস্তান।
পতংগ হয় যেমন খোদা
তেমনি কর আজ আমারে
ভালোবাসি যেন আমি
মুক্ত জ্ঞানের দীপ শিখারে।
জীবন আমার করে যেন
দুস্থ জনে সমর্থন
দুঃখী এবং বৃদ্ধ জয়ী
যেন আমার হয় আপন।
আল্লাহ মালিক প্রভু আমার
বাচাও পাপের কলুষ থেকে,
চালাও আমায় সেই পথে
লিখন যার শুধু যার পূণ্য লিখে।
দোয়ার মত ফুটছে জানি
চেরাগ যেমন তেমনি যেন
হয় খোদা মোর জিন্দেগানী।
সুন্দর হয় আমার বাচায়,
যেন আবার এই জাহান
ফোটা ফুলের শোভায় যেমন
হাসে সোনার গুলিস্তান।
পতংগ হয় যেমন খোদা
তেমনি কর আজ আমারে
ভালোবাসি যেন আমি
মুক্ত জ্ঞানের দীপ শিখারে।
জীবন আমার করে যেন
দুস্থ জনে সমর্থন
দুঃখী এবং বৃদ্ধ জয়ী
যেন আমার হয় আপন।
আল্লাহ মালিক প্রভু আমার
বাচাও পাপের কলুষ থেকে,
চালাও আমায় সেই পথে
লিখন যার শুধু যার পূণ্য লিখে।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স