মন ভোমরা মজলিনা তুই - লিরিক্স

এখানে আপনাদের জন্য “মন ভোমরা মজলিনা তুই” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

মন ভোমরা মজলিনা তুই - লিরি

মন ভোমরা মজলিনা তুই - ইসলামী সঙ্গীত লিরিক্স

মন ভোমরা মজলিনা তুই
রসুল নামের রসে;
ও তুই গাইলিনা তাঁহার গুনগান
রইলিনা নিজ বশে।।
সবুজ বনের অবুঝ পাখি
ওরে সেও বসিয়া নিরালে
প্রান খুলিয়া গায় তাঁরি গান
সন্ধ্যায় ও সকালে,
ও তোর দিন গেলো হায় বিষয় চিন্তায়
রাত কাটে আলসে।।
ফুল থুইয়া তুই ওরে ভোমর
কুড়াইলিরে ভুল;
তাইতো মধু পাইলিনারে
হারাইলি দুই কুল।
রসুল নামের যে ফুল সুধায়
ওরে ভোমর ক্ষুধা তৃষ্ণা রয়না
সেই অমৃত স্বাদ পাইলো যে
আর কিছু সে চায়না
সে, নামের মালা জুড়ায় জ্বালা
মধুময় পরশে।।

-সিরাজুল ইসলাম-

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন