এখানে আপনাদের জন্য “দয়া করো খোদা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
দয়া করো খোদা - ইসলামী সঙ্গীত লিরিক্স
দয়া করো খোদা
দয়া করো খোদা
মোর পানে চাও;
ক্ষমা সুন্দর তব করুণা বিলাও।।
পথ বিভ্রান্ত যারা
পথ খুঁজে পাবে তারা,
তোমার আলোক যদি সন্মুখে জ্বালাও।।
হায়- অন্ধ আমি, দৃষ্টি হারা
নয়নে আমার
চির সত্যের শিখা
জ্বালো অনিবার।
কাটে যেন দুখ নিশা,
মেটেগো আলোর তৃষা,
যে আলোক পিপাসায়
এ মন উধাও।।
দয়া করো খোদা
মোর পানে চাও;
ক্ষমা সুন্দর তব করুণা বিলাও।।
পথ বিভ্রান্ত যারা
পথ খুঁজে পাবে তারা,
তোমার আলোক যদি সন্মুখে জ্বালাও।।
হায়- অন্ধ আমি, দৃষ্টি হারা
নয়নে আমার
চির সত্যের শিখা
জ্বালো অনিবার।
কাটে যেন দুখ নিশা,
মেটেগো আলোর তৃষা,
যে আলোক পিপাসায়
এ মন উধাও।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।